ইউক্রেনকে দুই লাখের বেশি আর্টিলারি শেল (গোলা) এবং এক হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল গত মঙ্গলবার এ কথা নিশ্চিত করেন। এক বছরে ইউক্রেনে ১০ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেয়ার চেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে ২০০ কোটি ইউরো ব্যয় করতে ইইউ সম্মত হয়েছে।
জোসেফ বোরেল বলেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে বিভিন্ন ক্যালিবারের দুই লাখ ২০ হাজার আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং এক হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়েছে। কারণ কিয়েভের বাহিনী মস্কোর বাহিনীকে বিতাড়িত করতে প্রতিশ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।
ইইউর পরিকল্পনা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো তাদের বিদ্যমান মজুত থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ পাঠানোর জন্য প্রথম ১০০ কোটি ইউরো প্রদান করেছে। এই অর্থ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সরবরাহ করা গোলাবারুদের আংশিক খরচ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা