আপডেট : ২৪ মে, ২০২৩ ২২:২৯
তাহিরপুরের শায়েদাবাদে সীমান্ত হাটের যাত্রা শুরু
প্রতিনিধি, সুনামগঞ্জ

তাহিরপুরের শায়েদাবাদে সীমান্ত হাটের যাত্রা শুরু

শায়েদাবাদ-নালিকাটা সীমান্ত হাটের উদ্বোধন। ছবি: দৈনিক বাংলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শায়েদাবাদ এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সীমান্ত হাট। দীর্ঘ অপেক্ষার পর তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ‘শায়েদাবাদ ও নালিকাটা (ভারত)’ নামে যৌথ হাটের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় শায়েদাবাদ-নালিকাটা সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসুয়াল ও খাসিয়া হিলসের এম এল এ পিউস মারওয়েল।

উদ্বোধনের আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহ্সান শাহ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

অনুষ্ঠানে ভারতের পক্ষে আরও বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর (এমআইজেসি) ওয়ার সং, সাউথ ওয়েস্ট খাসিয়া হিলস রানীগর এডিসি লিংকর কিং জিং, ডিপুটি কমিশনার সাউথ ওয়েস্ট খাসি হিলস টি লেংগুয়া ও মেঘালয় ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজিব শর্মা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটের দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থও ৭৫ ফুট। দোকান রয়েছে বাংলাদেশের ১২টি, ভারতেরও ১২টি। সপ্তাহে একদিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই হাটে পণ্য বেচাকেনা করতে পরবেন ক্রেতা-বিক্রেতারা। এই হাটে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলাদেশি টাকায় পণ্য কিনতে পারবেন এবং হাটে বিক্রি হবে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য।

শায়েদাবাদ-নালিকাটাসহ বাংলাদেশ-ভারতের বিভিন্ন সীমান্তে বর্তমানে সীমান্ত হাটের সংখ্যা ১৩টি। এর মধ্যে সুনামগঞ্জে সীমান্ত হাটের সংখ্যা তিন। ২০১৮ সালে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য প্রসারে সীমান্ত হাট নির্মাণের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ শায়েদাবাদ-নালিকাটা যাত্রা শুরু হলো।