আপডেট : ২৪ মে, ২০২৩ ২৩:২৯
মা-বাবাকে নির্যাতন, মামলায় কারাগারে ছেলে
প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)

মা-বাবাকে নির্যাতন, মামলায় কারাগারে ছেলে

বাবার করা মামলায় গ্রেপ্তার ছেলে অনিক। ছবি: দৈনিক বাংলা

ময়মনসিংহের হালুয়াঘাটে ভরণ-পোষণ না দিয়ে উল্টো অত্যাচার-নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক বৃদ্ধ বাবা। ভরণ-পোষণ আইনে করা সেই মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে হালুয়াঘাট থানার পুলিশ ছেলে অনিককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি হালুয়াঘাট পৌর শহরের আকনপাড়া এলাকার নূরুল ইসলাম মীর ও জাহানারা দম্পতির ছেলে। বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন চন্দ্র রায় বলেন, বাবার মামলায় অনিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনিকের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, অনিক তার বৃদ্ধ মা-বাবাকে ভরণ-পোষণ না দিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সোমবার সকালেও তিনি নেশার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা চান। টাকা না পেয়ে মায়ের গলা চেপে ধরেন অনিক। এর আগেও নির্যাতনের অসংখ্য ঘটনা থাকায় শেষ পর্যন্ত নূরুল ইসলাম তার ছেলের বিরুদ্ধেই মামলা করতে বাধ্য হয়েছেন।

বাবা নূরুল ইসলাম বলেন, ‘ছেলেটা ভালোই ছিল। কিন্তু নেশাগ্রস্তদের পাল্লায় পড়ে টাকা না পেলেই এমন নির্যাতন-অত্যাচার করে। আমাদের আর সহ্য করার উপায় নেই। তাই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। পুলিশও খবর পেয়ে ব্যবস্থা নিয়েছে।’