ঢাকার সাভারের ছুড়িকাঘাতে পলাশ চন্দ্র নামের এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ চন্দ্র (২৫) পিরোজপুর জেলার মডবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লালের ছেলে। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ইপি গ্রুপের আই ডিপার্টমেন্টে কাজ করতেন।
পুলিশ জানায়, কারখানা ছুটি হলে নবীনগরে জালালাবাদ এলাকায় বাসায় যাওয়ার জন্য সিঅ্যান্ডবি আসেন পলাশ চন্দ্র। এরপর সিঅ্যান্ডবি ফুটওভার ব্রিজ দিয়ে পশ্চিম পাশে নামার সময় সিঁড়িতেই অতর্কিতভাবে পলাশ চন্দ্রের বুকে, পেটে, মুখে ও বাম হাতে ছুড়িকাঘাত করে দুর্বৃত্তরা। পরে সড়কের পাশের লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, নিহতের মরদেহে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, ঘটনাটি ছিনতাই না পরিকল্পিত হত্যা, তা এখন বলা মুশকিল। কারণ ছিনতাই হলে তার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেত। কিন্তু সেগুলো কিছুই নেয়নি। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা