নোয়াখালীর সদরের আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. দুলাল (৪৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার সকালে তাকে ঢাকায় আনা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে আন্ডারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলি লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।