আপডেট : ২৭ মে, ২০২৩ ১১:৪০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ‍্যারেজ মালিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ‍্যারেজ মালিকের মৃত্যু

ছবি: দৈনিক বাংলা

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি রিক্সা গ‍্যারেজের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আলম (৫০)। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। কুনিপাড়ার একটি বাসায় সপরিবারে বসবাস করতে তিনি।

নিহতের ছেলে মোমিনুল ইসলাম বলেন, ‘আমার বাবা নিজের গ‍্যারেজে আজ সকালে রিকসার ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে অবগত করা হয়েছে।