আপডেট : ২৭ মে, ২০২৩ ১৪:২৪
‘টাইগার থ্রি’র শুট ভীষণ হেকটিক ছিল
বিনোদন ডেস্ক

‘টাইগার থ্রি’র শুট ভীষণ হেকটিক ছিল

এই বছর দীপাবলিতে ‘টাইগার থ্রি’ নিয়ে আসছেন সালমান খান

অবশেষে শেষ হলো ‘টাইগার থ্রি’র শুটিং। এই বছর দীপাবলিতে ‘টাইগার থ্রি’ নিয়ে আসছেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। ছবির শুটিং শেষ করলেন সালমান। শুটিং শেষে নিজেই ভক্তদের জানালেন সে খবর। সালমান জানালেন, এই ছবির শিডিউল ভীষণই হেকটিক ছিল। একই সঙ্গে তিনি আশা করছেন, এই বছরের দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি।

গত বৃহস্পতিবার বলিউডের একটি পুরস্কার অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে সালমান খান বলেন, ‘গত রাতে আমি টাইগার থ্রির শুটিং করছিলাম। অবশেষে এই ছবির শুটিং শেষ হলো। আশা করছি, এই ছবি আগামী দীপাবলিতে দেখা যাবে। ভীষণ হেকটিক শুট ছিল। যদিও ভীষণ ভালো হয়েছে।’

আপাতত অভিনেতা কিছুদিনের জন্য আবুধাবিতে থাকবেন। তাকে পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। এই শোয়ের তিনিই শো স্টপার। তবে এদিনের এই প্রেস কনফারেন্সে শুধু সালমান খান ছিলেন না। তার সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ফারাহ খান, রাজকুমার রাও। এই অ্যাওয়ার্ড শোতে সালমানের সঙ্গে রাকুল প্রীত সিং, নোরা ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্দেজসহ অনেকেই পারফর্ম করবেন।

সালমান খানকে সেদিন মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। একদম নতুন লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন। বিমানবন্দরে এক খুদে ভক্ত তার সঙ্গে দেখা করতে চাইলে তাকে আলিঙ্গন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

‘টাইগার থ্রি’ ছবি পরিচালনা করেছেন মণীশ শর্মা। সালমানের সঙ্গে এখানে ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমিকে দেখা যাবে। এ ছাড়া আরও একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকবেন তিনি। এখানে তাদের বেশ কিছু দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। আগামীতে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে।