আপডেট : ২৮ মে, ২০২৩ ২০:৪৯
ড্রেনের পানিতে ভাসছিল মানুষের খণ্ডিত পা
প্রতিনিধি, ময়মনসিংহ

ড্রেনের পানিতে ভাসছিল মানুষের খণ্ডিত পা

ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি: দৈনিক বাংলা

ময়মনসিংহ নগরীর একটি ড্রেন থেকে পঁচা-গলা খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে নগরীর পলিটেকনিক মসজিদ এলাকার একটি ড্রেন থেকে ওই খণ্ডিত পা উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, দুপুরে পলিটেকনিক মসজিদ এলাকার একটি ড্রেনের পানিতে মানুষের গলিত একটি পা ভাসছিল। পরে স্থানীয়রা সেটি দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অনেকদিন আগে খণ্ডিত পা-টি ড্রেনের পানিতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।