যশোরের বেনাপোল চেকপোস্টে প্রায় দুই কোটি টাকার ২০টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার সকালের দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ফরিদপুরের নগরকান্দা থানার বানেশ্বরদী এলাকার হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার রনি আহমেদ (৪৪)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, বাংলাদেশি পাসপোর্টধারী তিন যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে- এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে ওই তিন যুবক প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা নিজেদের কাছে স্বর্ণ আছে বলে জানায়। পরে তাদের তিনজনকে তল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৩২০ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা