আপডেট : ২৯ মে, ২০২৩ ১৯:১৪
সাত মাস পর ফের দৈনিক শনাক্ত দেড় শ ছাড়াল

সাত মাস পর ফের দৈনিক শনাক্ত দেড় শ ছাড়াল

ফাইল ছবি

ডেঙ্গু রোগী বাড়ছে। সেইসঙ্গে দেশে করোনার সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত রোগী দেড় শ ছাড়িয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২৮ মার্চ একজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর। সে হিসাবে গত ৬২ দিন ধরে ভাইরাসটিতে মৃত্যুশূন্য দেশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৮ মে সকাল ৮টা থেকে ২৯ মে সকাল ৮টা) করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। এর আগে সবশেষ গত বছরের ২৬ অক্টোবর একদিনে ১৯৬ জন শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল অধিদপ্তর। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় শর নিচেই ছিল। সে হিসাবে গত সাত মাসের মধ্যে সোমবার সর্বোচ্চ রোগী শনাক্ত হলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আর তাতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১৫৯ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ২০ লাখ ৩৯ হাজার ১৩০ জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৬ জনের। তবে ‍সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ২৩৩ জন।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।

অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ১৩৯ জনই ঢাকার বাসিন্দা। বাকিদের মধ্যে গাজীপুরের ১৫ জন, নেত্রকোণার দুজন এবং নোয়াখালী, সিরাজগঞ্জ ও সিলেটে একজন করে শনাক্ত হয়েছেন।

অধিদপ্তর বলছে, গত ২২ থেকে ২৮ মে পর্যন্ত এক সপ্তাহে ৩৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন দেশে, যা তার আগের সপ্তাহের চেয়ে ১৩৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ১৪৮ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চে করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি। করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবে দেশে ২০২২ সালের ২৮ জুলাই রেকর্ড ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হন। আর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর দেয়া হয়। যা দেশে মহামারিতে একদিনে সর্বোচ্চ।