আপডেট : ৩০ মে, ২০২৩ ১৯:২৬
মাধ্যমিক পড়ুয়া ভাইয়ের বুদ্ধিমত্তায় পাচার থেকে রক্ষা পেল বোন

মাধ্যমিক পড়ুয়া ভাইয়ের বুদ্ধিমত্তায় পাচার থেকে রক্ষা পেল বোন

জাতীয় জরুরি সেবা নম্বর

মানব পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে দুবাই পাচার হচ্ছিল ২৬ বছর বয়সী এক তরুণী। বিষয়টি বুঝতে পেরে তার মাধ্যমিক পড়ুয়া ভাই জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করলে তাকে উদ্ধার করে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. আবদুল খালেক ও মো. ফয়েজুল্লাহ সবুজ নামে দুজনকে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর গণমাধ্যম কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার দৈনিক বাংলাকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একটি পার্লারে ভালো বেতনে কাজের প্রলোভনে এক তরুণী মানবপাচারকারীদের খপ্পরে পড়েন। রাজধানীর খিলক্ষেতে পরিবারের সঙ্গে থাকেন তিনি। গত সোমবার রাত ৯টায় তার ফ্লাইট ছিল, তিনি দেশ ছেড়ে যাচ্ছিলেন। কিন্তু ভিসা দেখে তার ভাইয়ের সন্দেহ হয়। এক পর্যায়ে ইউএই দূতাবাসে খোঁজ নিয়ে ভিসাটি ভুয়া বলে জানতে পারে সে। কিন্তু ততক্ষণে ওই তরুণী প্রতারক চক্রের সঙ্গে বিমানবন্দরে পৌঁছে গেছেন। বোনের কাছে ফোন না থাকায় যোগাযোগও করতে পারছিলো না ওই কিশোর। পরে ৯৯৯-এ কল করে তার বোনকে উদ্ধারের জন্য অনুরোধ করে।

আনোয়ার সাত্তার আরও জানান, অনুরোধটি পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে তরুণীকে উদ্ধারের অনুরোধ করা হয়। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯-কে জানান, তরুণীকে উদ্ধার করে তার ভাই ও স্বামীর কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারকচক্রের দুজনকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে।