আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২৬ জুন পাস হবে। বুধবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
সাধারণত প্রতি বছর বাজেট অর্থবছরের শেষ কার্যদিবস ৩০ জুন বা তার আগের দিন ২৯ জুন পাস হয়। তবে এবার কোরবানির ঈদের কারণে কিছুটা আগেভাগে বাজেট পাস হতে যাচ্ছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এছাড়া, বৈঠকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অংশ নেন।
সংসদের বৈঠক শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৫টায় বসবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। ১ জুন বিকলে ৩টায় অধিবেশন বসবে। ওই দিন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ৪ থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৪০ ঘন্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২৫ জুন অর্থবিল পাস ও ২৬ জুন বাজেট পাস হবে।
কোরবানির ঈদের জন্য সংসদ অধিবেশন মুলতবি হয়ে ২ জুলাই থেকে আবার অধিবেশন শুরু হবে। ঈদের পর এক সপ্তাহ সংসদের বৈঠক চলবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৬টি ও অন্য মন্ত্রীদেরর জন্য এক হাজার ৫৫৪টি প্রশ্নসহ মোট এক হাজার ৬৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩২টি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৪টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৭টি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা