ফেনীর কাজির দিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরনও দুইজন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার হোমনা উপজেলার শুবারামপুর এলাকার শিমুল (২৮) ও তার স্ত্রী ইয়াসমিন (২০) এবং পিকআপ চালক আবু সাঈদ (২৯)। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। আহতরা হলেন, শিমুলের শ্বশুর দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপ চালকের সহকারী মো. সাগর (২২)। তাদের দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাসার আসবাবপত্র নিয়ে একটি পিক-আপ কুমিল্লায় যাচ্ছিল। এ সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে সামনে থাকা লরির পেছনে ধাক্কায় দেয় পিকআপটি। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে তিনজন নিহত হন। আর আহত হয় দুইজন।
ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, গুরতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া মুহুরিগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা