বাংলাদেশের তরুণ মেধাবী ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে উৎসাহী করতে হোন্ডা ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াইইএস) অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।
২০১৯ সাল থেকে হোন্ডা বাংলাদেশে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার ঢাকার একটি হোটেলে হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, অভিনেতা আবুল হায়াত, বাংলাদেশ হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, হোন্ডা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিরোতো অসিদা, বাংলাদেশ হোন্ডার এমডি শিগেরু মাৎসুজাকি প্রমুখ।