আপডেট : ২ জুন, ২০২৩ ০৮:৫২
মালাইকার অন্তঃসত্ত্বার গুজবে চটেছেন অর্জুন
বিনোদন ডেস্ক

মালাইকার অন্তঃসত্ত্বার গুজবে চটেছেন অর্জুন

উইকিপিডিয়া বলছে মালাইকার বয়স এখন ৪৯, আর অর্জুনের ৩৭। ১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গেই চুটিয়ে প্রেম এবং লিভ-ইনও করছেন মালাইকা। আর তা নিয়েই চর্চার শেষ নেই। তারই মাঝে গত বছরের নভেম্বর মাসে একটি গসিপ ম্যাগাজিনের দৌলতে খবর রটে যায় মালাইকা নাকি ফের মা হতে চলেছেন! যদিও সে সময়ই এ ধরনের ভুল খবরের তীব্র নিন্দা করেছিলেন অর্জুন। ফের একবার মালাইকার মা হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন অভিনেতা।

অর্জুন কাপুর সাক্ষাৎকারে বলেন, ‘আসলে মানুষ ভুলে যায় সেলিব্রিটিরাও মানুষ’। তার কথায়, ‘এই ক্লিকবিট সংস্কৃতি নেতিবাচকতার থেকেও খারাপ…। এই নেতিবাচক বিষয়গুলো আজকাল মানুষের মনোযোগ টানতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলো খুবই সাময়িক। তবে এটা খুব সত্যি কথা আমরা যারা অভিনেতা, তাদের ব্যক্তিগত জীবন সব সময় ব্যক্তিগত থাকে না। আর এই পেশায় আসার সময় এটা মেনে নিয়েই আসতে হবে। এটাও সত্য়ি, আমরা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সাংবাদিকদের ওপর নির্ভর করি। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে, আমরাও মানুষ। তাই আমার অনুরোধ কোনোকিছু লেখার আগে একটু ভাবুন। অনুমানের ভিত্তিতে কিছু লিখবেন না, জেনে নিয়ে তবেই লিখুন। কারণ, এ ধরনের কিছু লিখে দিলে আমাদের জীবনেও প্রভাব পড়ে।’

গসিপ ম্যাগাজিনে মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি সাংবাদিকদের ওপর বিশ্বাস রাখি। কখনো কোনো বিষয়ে পিছয়ে আসিনি বা কথা বলি না এমনটাও নয়, তাহলে কেন এমন লিখবেন যা চিরকাল থেকে যাবে! আমরা সবাই কাজ করার জন্যই এসেছি, তথ্য যাচাই না করে কিছু লিখবেন না। অন্যের জীবন নিয়ে এমন কিছু লিখবেন না, যাতে মূল্য চোকাতে হয়। প্রতিহিংসাপরায়ণ হবেন না, আজ আপনি যা বিক্রি করার চেষ্টা করছেন, কাল সেটাই আপনার ওপর থেকে বিশ্বাসের ভিত নড়িয়ে দেবে।’