রাজধানীর শ্যামলীতে আগুন লাগা রূপায়ন শেলফোর্ড ভবনের ১৯ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে রূপায়ন শেলফোর্ড বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রকক্ষ। ২০ তলা ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে রাত ১১টা ৩৫ মিনিটে। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, মোহাম্মদপুর ও কল্যাণপুর স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। সবশেষে রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত আড়াইটার দিকে ওই ভবনের ১৯ তলা থেকে মৃত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। এছাড়া ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্তের পর জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে আগুন লাগা ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছাড়াও ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল, এসবিএফ ডায়ালাইসিস সেন্টার ও নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার পর হাসপাতালগুলোতে থাকা রোগীদের নিচে নামিয়ে নেয়া হয় এবং পরে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা