আপডেট : ৫ জুন, ২০২৩ ১৮:৩৫
করোনায় ফের একদিনে ২ জনের মৃত্যু
প্রতিবেদক, দৈনিক বাংলা

করোনায় ফের একদিনে ২ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় রোগীর সংখ্যাও বেড়েছে। তবে, কমেছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। একদিনে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশে নেমেছে। যা আগের দিন ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ২৮৭টি। পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। আগের দিন (রোববার) ৬৮ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিপ্তর। আর এই নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ, আগের দিন যা ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। এই সময়ে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। সেটা ছিল করোনায় আক্রান্ত হয়ে ৬৫ দিন পর মৃত্যু। তার আগে গত ২৮ মার্চে একজনের মৃত্যুর কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে শনাক্ত হলো ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জন আর এখন পর্যন্ত মৃত্যু হলো ২৯ হাজার ৪৫০ জনের। করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ছয় হাজার ৩৯৫ জন।

নমুনা পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে তারা দুজনই নারী এবং তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তারা দুজনই রাজধানীর বাসিন্দা।