সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নন-ক্যাডার নিয়োগ বিধিমালায় কিছু পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি থেকে আবেদনের সুযোগ দেয়া হয়নি। এতে ক্ষোভ জানিয়ে প্রকাশিত গেজেট সংশোধন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টার দিকে ‘এক দেশ, এক ডিগ্রি’ চালুর দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের আমতলা ও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে তারা প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করে ওই পদগুলোতে ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিয়ে নতুন প্রজ্ঞাপনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন।
বাকৃবি শিক্ষার্থীরা জানান, গত ৩০ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে জ্যু অফিসার, সহকারী ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা, পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পশুপালন কর্মকর্তা পদগুলোতে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেয়া হয়। কিন্তু ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি ওই গেজেটে।
বাকৃবি ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহসভাপতি মো. শাহরিয়ার খন্দকার বলেন, ভেটেরিনারিয়ানদের অস্তিত্ব সংকটের প্রশ্নে একচুল পরিমাণ ছাড় দেয়া হবে না। আমাদের যৌক্তিক দাবি ‘এক দেশ, এক ডিগ্রি’ মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দেলন চালিয়ে যাব এবং অনুষদের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বাকৃবির ভেটেরিনারি অনুষদ থেকে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ও পশুপালন অনুষদ থেকে বিএসসি ইন এনিম্যাল হাজব্যান্ড্রি নামে দুটি পৃথক ডিগ্রি দেয়া হয়। বর্তমানে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ডিগ্রি ও তিনটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রি দেয়া হয়। ফলে সমন্বিত ডিগ্রিধারী একজন শিক্ষার্থী চাকরি ক্ষেত্রে দুই ডিগ্রির সুবিধা পাচ্ছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা