পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুরে গতকাল সোমবার গ্লোবাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে ওই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, প্রধান কার্যালয়ের ভিপি ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, এসএভিপি এ কে এম নূরুল আফসার প্রমুখ।