আপডেট : ৭ জুন, ২০২৩ ২৩:০৩
লাঙ্গলের প্রচারে নৌকার স্লোগান, সমালোচনার ঝড়
রাজশাহী ব্যুরো

লাঙ্গলের প্রচারে নৌকার স্লোগান, সমালোচনার ঝড়

রাজশাহী সিটি করপোরেশন

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে লাঙ্গল প্রতীকের গণসংযোগে গিয়ে নৌকার স্লোগান দিয়েছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে সঙ্গে নিয়ে মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা গণসংযোগ করছিলেন। এমন সময় সালাউদ্দিন মিন্টু স্লোগান ধরে বলেন, ‘নৌকা মার্কা আছে, নৌকা।’ তখন মেয়র প্রার্থী স্বপন ছাড়া অন্য নেতা-কর্মীরাও ‘হ্যাঁ, আছে, নৌকা-নৌকা’ বলে স্লোগান দেন। পরে বিব্রতকর অবস্থায় পড়ে সেখান থেকে ফিরে যান লাঙ্গলের প্রার্থী স্বপন।

গত শুক্রবার নগরীর গণকপাড়া এলাকায় গণসংযোগকালে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার ভিডিওটি ভাইরাল হয়। এতে নগরীর ভোটের মাঠে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা।

এ বিষয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর নির্বাচন প্রচার কমিটির মিডিয়া সেলের প্রধান আহসানুল হক পিন্টু বলেন, সদ্য সাবেক রাসিক মেয়র লিটনের নেতৃত্বে উন্নয়নে বদলে দেয়া রাজশাহীতে বিরোধী মেয়র প্রার্থীর নেতা-কর্মীরাও নিজেদের ‘অন্তরে নৌকা লালন’ করছেন। তাই লাঙ্গলের গণসংযোগে নৌকার স্লোগান দেয়ার মধ্য দিয়ে তার মনের সুপ্ত বাসনাটির বহিঃপ্রকাশ তিনি করেছেন।

তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক না থাকায় জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন মিন্টু ব্যঙ্গ করে এটি বলেছেন দাবি করেন। মিন্টু বলেন, ‘এটি কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিটনের নৌকার ব্যানার-ফেস্টুন আর পোস্টারে পুরো রাজশাহী ঢেকে দেয়া হয়েছে। নির্বাচনে পোস্টার-ফেস্টুনের নির্দিষ্ট মাপ কিংবা সংখ্যা রয়েছে। কিন্তু নৌকার প্রার্থী নির্ধারিত সংখ্যার হাজার গুণ বেশি পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে পুরো রাজশাহী নগরী ঢেকে দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তাই ব্যঙ্গ করে আমি নৌকার স্লোগান দিয়েছিলাম।’

এদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘মিন্টু ভুল করে আমাদের গণসংযোগে নৌকার স্লোগান দিয়েছিল। আসলে গত নির্বাচনে নৌকার প্রার্থীর ভোট করেছিল সে। এ কারণে ভুল করে ফেলেছে।’