প্রতীকী ছবি
চট্টগ্রামের পতেঙ্গায় মো. আলমগীর নামের এক ভাসমান পান-সিগারেট বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পতেঙ্গার চরপাড়া বিচ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৫০ বছর বয়সী আলমগীর চরপাড়া এলাকার বাসিন্দা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, কথা-কাটাকাটির জেরে চরপাড়া বিচ এলাকার এক ভাতের হোটেল মালিকের সঙ্গে নিহত আলমগীর মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ওই হোটেল মালিক ও তার কর্মচারীরা আলমগীরকে পেটায়। একপর্যায়ে তিনি সংজ্ঞা হারালে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।