আপডেট : ৯ জুন, ২০২৩ ১৫:৩৬
হাজার লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার
প্রতিনিধি, জয়পুরহাট

হাজার লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার উত্তম কুমার। ছবি: দৈনিক বাংলা

জয়পুরহাটে ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ উত্তম কুমার কুর্মি (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার উত্তম কুমার জয়পুরহাট সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকার মৃত সুরেন কুর্মির ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৬টায় সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকা থেকে ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি উত্তম কুমার কুর্মিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উত্তম কুমার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করতেন এবং সেগুলো জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে।