পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পাশেই ছিল দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল। ধারণা করা হচ্ছে, কোনো একটি যানবাহনের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছিল। তাতেই প্রাণ হারান ওই দুজন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের সাতমেরা দশমাইল এলাকা থেকে ওই দুই মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন— তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং আব্দুর রজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৬)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলসহ শরিফুল ও ফরিদের মরদেহ সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সেখান থেকে মরদেহ দুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়।
এদিকে শরিফুল ও ফরিদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ তার ভাতিজা শরিফুলকে নিয়ে জেলা সদরের তিনমাইল এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা মোটরসাইকেলে ছিলেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয়ও পাওয়া গেছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা