আপডেট : ১০ জুন, ২০২৩ ১৬:৩৬
ডেঙ্গু: একদিনে ১৫৬ রোগী ভর্তি

ডেঙ্গু: একদিনে ১৫৬ রোগী ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দৈনিক বাংলা ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি মৌসুমে একদিনে হাসপাতালে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৬ জন। গত ৭ জুন একদিনে ১৪৭ জন ভর্তি হবার রেকর্ড ছিল।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। চলতি জুন মাসে এখন পর্যন্ত মৃত্যু এনিয়ে ৯ জন মারা গেছেন।

অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ১৫৬ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৪৭৩ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ৭৬ জন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২১ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২৭৬ জন।