ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের ঘোষবের-শিমুলকুচি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জামিল (২৫)। তিনি উপজেলার ভুবনকুরা ইউনিয়নের আমিরকাকুরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন জামিলের মামা ভুবনকুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ইউনূস আলী সিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে হালুয়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন জামিল। এ সময় জুগলী ইউনিয়নের ঘোষবের-শিমুলকুচি সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আহত হন জামিল। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ‘ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন শুনেছি। আমার কাছে এ ব্যাপারে এখনো কেউ আসেনি। এলে আইনি ব্যবস্থা নেব।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা