ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত ৮ জুন মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। অনুষ্ঠানে চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সবার কাছে ব্যাংকের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলো তুলে ধরেন এবং সহকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মেহেরিয়ার এম হাসান গত ৩০ মে ২০২৩ ডা. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছেন। এম হাসান ২০২০ সালের নভেম্বরে ব্র্যাক ব্যাংকের বোর্ডে একজন ‘নমিনেটেড ডিরেক্টর’ হিসেবে যোগদান করেন।