এনজিওর আড়ালে জাল কাগজপত্র তৈরি করে আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
গত সোমবার চাঁদপুর জেলায় অভিযান চালিয়ে মো. রিয়াজ মাহমুদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
পুলিশ বলছে, গ্রেপ্তার রিয়াজ আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য। এর আগে এই চক্রের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের কথা বলে জাতিসংঘ সদর দপ্তরের ভুয়া তথ্যযুক্ত ই-মেইল পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের আবেদন করা হচ্ছে বলে মার্কিন দূতাবাস প্রতিনিধির একটি অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার রিয়াজ মাহমুদ একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য। রিয়াজসহ আগে গ্রেপ্তার হওয়া এই চক্রের অন্যান্য সদস্যরা এনজিওর আড়ালে টাকার বিনিময়ে মিথ্যা তথ্য ব্যবহার করে আমেরিকা, ফ্রান্সসহ উন্নত দেশগুলোতে মানব পাচার করছে। তারা এনজিওর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে সম্মেলনে যোগদানের জন্য জাতিসংঘ সদরদপ্তরে ই-মেইল প্রেরণ করতে। পরবর্তীতে আমেরিকার ভিসা পাওয়ার জন্য ঢাকার আমেরিকান দূতাবাসে গিয়ে জাল কাগজপত্র দাখিল করে আমেরিকার ভিসার জন্য আবেদন করত। এই চক্রের কারণে যে সব ব্যক্তি প্রকৃত কারণে মার্কিন ভিসার জন্য আবেদন করেন, তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা