সম্মেলনের এক বছর পর চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে ঘোষিত কমিটিতে মো. মাহবুবুল হক সুমনকে সভাপতি এবং মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম মহানগর শাখার কমিটি তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটির শূন্য পদসমূহ পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
২০২২ সালের ৩০ মে নগর যুবলীগের কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর এক বছরের বেশি সময় পর কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় কমিটি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা