রাজধানীর যাত্রাবাড়ী থেকে ধর্ষণ মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি সজিবকে (২০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার মালতীপুল গ্রামে।
র্যাব-৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) ফারজানা হক দৈনিক বাংলাকে জানান, গোয়েন্দা তথ্যে আসামি সজিবকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। গত ২৮ মে মামলাটি হওয়ার পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন।
এ ঘটনায় গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেযা হয়েছে বলে জানান র্যাব পরিচালক ফারজানা হক।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা