চাঁদপুরের মতলব উত্তরে প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে মোবারক হোসেন বাবু (৪৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর চরে এ সংঘর্ষ হয়। গুলিতে নিহত মোবারক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী ছিলেন।
নেতা-কর্মীদের অভিযোগ, উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজান গ্রুপের লোকজন মায়ার অনুসারীদের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে গুলিবিদ্ধ জহির (২০) ও ইমন (১৮) নামের আরও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত জহির (৩২) ও বিলকিছ (৩৫) নামে আরও দুজন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বলেন, সমাবেশে আসার সময় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানের ভাই মতিন ও হাবিবসহ ৩০-৪০ জন হামলা করেন। এ ঘটনায় একজন মারা যান এবং অসংখ্য নেতা-কর্মী আহত হন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ বাবুর মরদেহ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা