আপডেট : ২০ জুন, ২০২৩ ১১:০০
চলতি বছরের পাঠ্যবই কেজি দরে বিক্রি আ.লীগ নেত্রীর
প্রতিনিধি, (চকরিয়া-পেকুয়া) কক্সবাজার

চলতি বছরের পাঠ্যবই কেজি দরে বিক্রি আ.লীগ নেত্রীর

জান্নাতুল বকেয়া রেখা। ফাইল ছবি

২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৯ কেজি নতুন পাঠ্যবই ভাঙারির কাছে কেজি দরে বিক্রি করে দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল বকেয়া রেখা। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক।

বিষয়টি জানাজানি হলে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। টের পেয়ে ওই নেত্রী গত রোববার বাসায় তালা লাগিয়ে পালিয়ে যান।

গত ইউপি নির্বাচনে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে ৯৯ ভোট পেয়ে হেরেছিলেন জান্নাতুল বকেয়া রেখা। এ হার মানতে না পেরে তখন থেকে চকরিয়ার সীমান্তবর্তী উপজেলার ফাইতংয়ে বাদল কান্তি দে নামক এক ব্যক্তির মালিকানাধীন বাসাবাড়িতে থাকতে শুরু করেন তিনি।

গত ১৪ জুন তার ফাইতংয়ের ভাড়া বাসা থেকে ১৫৯ কেজি বই তিনি ভাঙারির কাছে বিক্রি করেন। ভাঙারির কাছে চলতি সালের বই দেখে স্থানীয়রা জানতে চাইলে ওই আওয়ামী লীগ নেত্রীর নাম বলেন ভাঙারিওয়ালা সুমন (২৬)।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ নেত্রী রেখা ২০২৩ সালের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির নতুন বই মজুত করেছেন। তার মধ্যে ১৬৯ কেজি পাঠ্যবই বিক্রি করেন এবং আরও ৫৩১ কেজি বই মজুত রাখেন।

সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে রেখার কাছে এসব বই বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি তার ব্যক্তিগত বিষয় বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে সাংবাদিক ও স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসায় তালা দিয়ে পালিয়ে যান। পরবর্তী সময়ে লামা উপজেলা শিক্ষা অফিসার, লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ঘটনাস্থলে এসে রেখার বাসার তালা ভেঙে আরও ৫৩১ কেজি বই উদ্ধার করেন।

রেখা চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি কৈয়ারবিল পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেও জানা গেছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ‘ঘটনাস্থল লামার ফাইতং হলেও বইগুলো কোন স্কুলের তা এখনো নিশ্চিত নই। তবে এমন কাজ খুবই লজ্জাজনক বলে মনে করছি আমি।’

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শামীম শেখ বলেন, ‘জব্দ করা বইগুলো মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির। বইগুলো ২০২৩ সালের চলতি বছরের নতুন বই। কীভাবে এত বই তার কাছে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা বই ও ব্যবসায়ীকে লামা থানায় পাঠানো হয়েছে।’

লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ওই নেত্রী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করতে বলা হয়েছে পুলিশকে।