আপডেট : ২০ জুন, ২০২৩ ১৬:৩৫
বৃদ্ধাকে করাত দিয়ে গলা কেটে হত্যায় ২ জনের যাবজ্জীবন
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

বৃদ্ধাকে করাত দিয়ে গলা কেটে হত্যায় ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে নূর বানু (৬০) নামে এক বৃদ্ধাকে করাত দিয়ে গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন রুবেল ও কামরুজ্জামান। তাদের বাড়ি উপজেলার তারাবো পৌরসভার গন্ধবপুর গ্রামে। তারা নিহত নূর বানুর প্রতিবেশী।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর মনিরুজ্জামান বুলবুল জানান, রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর গ্রামের নূর বানুর প্রায় দুই শতাংশ জমি দখল করে রাখে প্রতিবেশী দুই ভাই জাহাঙ্গীর ও রুবেল। এ নিয়ে বেশ কয়েকবার বিচার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। এর মধ্যে প্রায় নূর বানুকে সপরিবারে হত্যার হুমকি দিতেন জাহাঙ্গীর ও রুবেল।

এর মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩০ জুন নূর বানুকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে জাহাঙ্গীর, রুবেল ও তাদের সহযোগীরা। ঘটনার পরদিন ১ জুলাই নিহতের ছেলে ইলিয়াস মিয়া বাদী হয়ে জাহাঙ্গীরের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। এরপর জামিনে বের হয়ে আসেন আসামিরা। তাদের মধ্যে জামিনে থাকাবস্থায় মারা যান জাহাঙ্গীর।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অন্য আসামিদের বিরুদ্ধে ২০২২ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে কামরুজ্জামান কামু হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক-প্রক্রিয়া শেষে আজ রায় দেন।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন নিহতের স্বজনরা। মামলার বাদী নূর বানুর ছেলে ইলিয়াস মিয়া বলেন, কেনা ১০ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ নিয়ে বিরোধ ছিল জাহাঙ্গীর ও রুবেলের সঙ্গে। ঘটনার দিন তারা তাদের সহযোগীরা মিলে আমার মাকে একা পেয়ে হত্যা করে। জাহাঙ্গীর মায়ের পা ধরে, আর হাত ধরে রাখে কামরুজ্জামান। তখন রুবেল করাত দিয়ে মাকে গলা কেটে হত্যা করে। কামরুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন।

নিহত নূর বানুর মেয়ে সেলিনা আক্তার বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম আদালত আসামিদের ফাঁসি দেবে কিন্তু দেয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’