আপডেট : ২১ জুন, ২০২৩ ১২:৫৯
রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বরিশালের কাজিরহাট থানার নলবনিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। তিনি কাজলা মির্ধাবাড়ি আলী হোসেন চেয়ারম্যানের বাড়ির পাশে পরিবার নিয়ে থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন জানান, সকালে কাজলার পাড় ভাঙ্গা প্রেস এলাকায় ওই ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহতের ভাতিজা লিটন মিয়া বলেন, আমার চাচা একজন প্রাইভেট কার চালক ছিলেন। চাচা কোন কাজে কাজলা গিয়েছিলেন, সেটা বলতে পারছি না।