চলমান রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটের মাঠে একে অপরকে আলিঙ্গন করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং জাতীয় পার্টির (জাপা) সাইফুল ইসলাম স্বপন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের আটকষি স্কুল কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়। এদিন সকাল ৮টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
জানা যায়, বুধবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর উপশহর স্যাটেলাইট স্কুল কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন। কয়েকটি কেন্দ্র ঘুরে সকাল সোয়া ১০টার দিকে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের আটকষি স্কুল কেন্দ্রে গিয়ে পৌঁছান। একই সময়ে ওই কেন্দ্রে নিজের ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। এতে কেন্দ্রের বাইরে মুখোমুখি সাক্ষাৎ ঘটলে লিটন ও স্বপন পরস্পরকে বুকে জড়িয়ে ধরে হাসিমুখে আলিঙ্গন করেন। কয়েক মিনিট কথা বলার পর লিটন কেন্দ্রটি ত্যাগ করে অন্য কেন্দ্রের উদ্দেশে চলে যান।
পরে জাপার প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চাচা-ভাতিজা। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দেব না। কারণ আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যভাব থাকা খারাপ কিছু নয়। এতে বরং রাজনীতির গুণগত মান বাড়ে। তবে জনগণ যাকে রায় দেবেন তিনি জিতবেন। জনগণের এই রায় আমাদের সহজ ও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা