বানু বেগম (৩১) ছিলেন শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। যৌতুকের জন্য প্রায়ই তাকে মারধর করতেন শামীম। এতে অতিষ্ঠ হয়ে স্বামীকে কুপিয়ে খুন করলেন বানু বেগম। এরপর আত্মসমর্পণ করতে ফোন করেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ।
বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়ার (৪০) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার কান্দিগাঁও এলাকায়।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার সাদেক খান রোডের একটি তিন তলা ভবনের নিচ তলায় থাকতেন শামীম ও বানু বেগম। প্রায়ই যৌতুকের জন্য বানু বেগমকে শামীম মারধর করতেন। এতে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় দা দিয়ে কুপিয়ে শামীমকে খুন করেন বানু। এরপর জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি আত্মসমর্পণ করতে চান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার এবং বানু বেগমকে আটক করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।