লেবানন র্যাঙ্কিংয়ে ৯৩ ধাপ এগিয়ে। তাদের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা সম্ভবত কেউই করেননি। তবে ড্রয়ের আশার কথা তো বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া দুজনই কাল জানিয়েছেন। এবারের সাফে নিজেদের প্রথম ম্যাচে সে ড্রয়ের পথে ৭৮ মিনিট পর্যন্ত কী দারুণই না লড়েছিল বাংলাদেশ!
কিন্তু গত কয়েক বছরে আরও অনেক ম্যাচের মতো আরেকবার তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। ৭৯ মিনিটে নিজেদের ভুলে প্রথম গোল খাওয়া বাংলাদেশ দল বেঙ্গালুরুতে আজ শেষ পর্যন্ত হেরে গেছে ২-০ গোলে।
৭৯ মিনিটে নিজেদের বক্সের সামনে বল দেয়া-নেয়া করতে গিয়ে ভুল হলো বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজীর। বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে যান লেবানিজ দুই স্ট্রাইকার, বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান জিকো এগিয়ে এলেও হাসান মারতুকের শটটা ঠেকানো তার পক্ষে সম্ভব ছিল না।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাংলাদেশ গোলের দারুণ সুযোগ পেয়েছিল, কিন্তু গোল হয়নি। উল্টো গোল খেয়ে গেল কয়েক সেকেন্ড পর। পালটা আক্রমণে উঠে গোল করে যান লেবানুনের খালিল বাদের।
গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে, আগামী রোববার বিকেল ৪টায়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা