আপডেট : ২৩ জুন, ২০২৩ ১৩:০১
বাবার মারধরে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

বাবার মারধরে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবার মারধরে অসুস্থ হয়ে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেদায়েত উল্লাহ (৩০) নামে ওই যুবক। এর আগে গত ১৬ জুন মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার ভোরে অভিযুক্ত বাবা মজিদ মোল্লাকে (৭০) আটক করেছে পুলিশ। মজিদ মোল্লার বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৬ জুন পারিবারিক বিষয় নিয়ে মজিদ মোল্লার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে ছেলে হেদায়েত তার মাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে হেদায়েতকে বেধড়ক মারধর করেন তার বাবা। মারধরে অসুস্থ হয়ে পড়লে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে হেদায়েতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান হেদায়েত।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।