ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় চলমান সড়ক সংস্কারকাজ ১০ দিনের জন্য বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই মহাসড়কের সংস্কারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এ বিষয়ে সংস্কারকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক রাসেল আহমেদ বলেন, বর্ষায় মহাসড়কের অনেক স্থানে খানাখন্দ সৃষ্টি হতে পারে। সেজন্য বর্ষা পুরোপুরি শুরুর আগে যতটুকু পারা যায়, গুরুত্বপূর্ণ স্থানে সংস্কারকাজ শেষ করার তাগাদা ছিল তাদের। কিন্তু জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ৩ জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কারকাজের কারণে মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। কোরবানির আগমুহূর্তে প্রচুর পশুবাহী গাড়ি মহাসড়ক দিয়ে চলাচল করছে। এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষকে যেন দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য সংস্কারকাজ বন্ধ রাখার অনুরোধ করেছিল হাইওয়ে পুলিশ। ১০ দিনের জন্য সংস্কারকাজ বন্ধ থাকায় মহাসড়কে যানজটের আশঙ্কা অনেক কমে যাবে। এর ফলে স্বস্তিতে ঘরে ফিরতে পারবে মানুষ।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রায় প্রতিদিনই মহাসড়কে সংস্কার কাজের অংশে যানজটের সৃষ্টি হচ্ছিল। কখনো কখনো এই যানজট ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছিল।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা