আপডেট : ২৪ জুন, ২০২৩ ১৯:৩৩
একদিনে করোনা শনাক্ত ৮২, মৃত্যু আরও একজনের
প্রতিবেদক, দৈনিক বাংলা

একদিনে করোনা শনাক্ত ৮২, মৃত্যু আরও একজনের

ফাইল ছবি

নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ২২ জন বেড়েছে। এই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬০ জনের। সেই সময়ে কেউ মারা যায়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ১৪৪টি। আর তাতে রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। আগেরদিন শুক্রবার অধিদপ্তর ৬০ জন শনাক্তের কথা জানিয়েছিল। নতুন শনাক্ত হওয়া ৮২ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলো ২০ লাখ ৪২ হাজার ১৩১ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১১৬ জন, তাদের নিয়ে করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলো ২০ লাখ আট হাজার ৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সে হিসাবে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৪৫৯ জনের মৃত্যু হলো।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ১৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যার মৃত্যু হয়েছে তিনি একজন পুরুষ। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যে ৮২ জন শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় তার মধ্যে ঢাকা মহানগরে শনাক্ত হয়েছে ৭৪ জন। বাকিদের মধ্যে কক্সবাজারে পাঁচজন, বরগুনাতে একজন আর সিলেটে শনাক্ত হয়েছে দুইজন।