আপডেট : ২৫ জুন, ২০২৩ ১৯:৫২
বাফুফের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলবে

বাফুফের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলবে

ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে ফিফার দেয়া অর্থের বিষয়ে অনুসন্ধানের আদেশে স্থিতাবস্থা (যেমন আছে, তেমন) জারি করেছেন আদালত।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত। সেই দিন আপিল বেঞ্চে শুনানি হবে।

রোববার আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে আব্দুস সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর এ সংক্রান্ত রিটকারী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পক্ষে ছিলেন মুরাদ রেজা।

আদেশের বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দৈনিক বাংলাকে বলেন, বাফুফেকে সরকারের দেয়া অর্থের বিষয়ে অনুসন্ধান চলবে, তবে ফিফার দেয়া অর্থের বিষয়ে অনুসন্ধানের আদেশ স্থিতাবস্থায় থাকবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির দুর্নীতির তদন্ত চেয়ে গত ১৪ জুন হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই রিটের শুনানি নিয়ে পরের দিন ১৫ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন।

হাইকোর্টের এ নির্দেশ স্থগিত চেয়ে আপিল করেন আব্দুস সালাম মুর্শেদী। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দিলেন।