আপডেট : ২৬ জুন, ২০২৩ ০২:৩৪
চবি শাটল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারী ও শিশুর
প্রতিনিধি, চট্টগ্রাম

চবি শাটল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারী ও শিশুর

চট্টগ্রামে রেল লাইনের এই জায়গাতেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন। ছবি: দৈনিক বাংলা

চট্টগ্রামের বায়েজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ধাক্কায় এক নারী ও এক শিশু প্রাণ হারিয়েছে। রোববার বিকেলে বায়েজি থানার শীতল ঝরনা রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

রোববার বিকেল ৫টার দিকে ওই দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

নুরুল আলম আশিক বলেন, অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় এক নারী ও শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জসীম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের দিকে যাচ্ছিল ট্রেনটি। রউফাবাদ এলাকা থেকে শীতল ঝরনা রেল সেতু পার হচ্ছিলেন ওই দুজন। সেতুর মাঝামাঝি থাকা অবস্থায় বিপরীত দিক থেকে ট্রেন এলে তারা পেছনে দৌড় দেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনেই নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিমও দুর্ঘটনায় দুজনের নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।