আপডেট : ২৬ জুন, ২০২৩ ১৮:২১
ঈদের ছুটির আগে সূচক বেড়েছে পুঁজিবাজারে
প্রতিবেদক, দৈনিক বাংলা

ঈদের ছুটির আগে সূচক বেড়েছে পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭’শ কোটির ঘর ছাড়িয়েছে। সূচক বেড়েছে ১৮ দশমিক ৩৮ পয়েন্ট। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সূচক বাড়লেও লেনদেন কমেছে।

সোমবার ছিল ঈদের আগে পুঁজিবাজারে শেষ লেনদেন। মঙ্গলবার থেকে ঈদের ছুটিতে বন্ধ থাকবে পাঁচদিন পুঁজিবাজার। আগামী রোববারে যাথারীতি শুরু হবে লেনদেন।

এদিন ডিএসইতে বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। মোট ৩৭৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১২৮টির। দাম কমেছে ৪৬টির। আর দাম অপরিবর্তিত আছে ২০০টির। এ দিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৩৮ পয়েন্ট। সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৪ দশমিক শূন্য ৯ পয়েন্টে। আগের দিন সূচক ছিলো ৬ হাজার ৩২৫ দশমিক ৭১ পয়েন্ট।

ডিএসইতে দিন শেষে লেনদেন হয়েছে ৭৭০ কোটি ৪৪ লাখ টাকা। এই লেনদেন আগের দিনের তুলনায় ২০ দশমিক ৫৪ শতাংশ বেশি। আগের দিন লেনদেন হয়ে ছিল ৬৩৯ কোটি ১৭ লাখ টাকা।

সূচক বাড়ার দিনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জীবন বীমা খাতের শেয়ারে। জীবন বীমা খাতে লেনদেন হয় ৯০ কোটি ৭২ লাখ টাকা। এছাড়া বস্ত্র খাতে লেনদেন হয় প্রায় ৯০ কোটি ৪১ লাখ টাকা। ওষুধ খাতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া এই দিন খাদ্য খাতে লেনদেন হয়েছে প্রায় ৫১ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হচ্ছে— খান ব্রাদার্স পিপি, সী পার্ল বীচ, নাভানা ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএসসি ও ইস্টার্ন হাউজিং।

দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে— খান ব্রদার্স পিপি, ইভেন্স টেক্সটাইল, ঢাকা ডাইং, নিটল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টং, জাহিন স্পিনিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।

দাম কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে— সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দার্ন জুট, আরএসআরএম স্টীল, ফাইন ফুডস, মুন্নু এগ্রো, দুলামিয়া কটন, সেন্ট্র্রাল ফার্মা, বঙ্গজ লিমিটেড, সমতা লেদার ও রেনউইক যজ্ঞেশ্বর।

অন্যদিকে সোমবার দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে লেনদেন কমেছে। এ দিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৮৩ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে মোট ১৯৭টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৪২টির। আর অপরিবর্তিত ছিল ৮৪টির।

সিএসইতে লেনদেন কমলেও সূচক বেড়েছে। এই দিন সিএসইতে সূচক বেড়ে হয়েছে ১৮ হাজার ৭০২ দশমিক ২০ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ১৮ হাজার ৬৭১ দশমিক ৪৫ পয়েন্ট।