কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতু চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
বুধবার বেলা ১২টায় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ পায়ে হেঁটে সেতু পার হওয়ার মধ্যদিয়ে এটি মানুষ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করেন। সেসময় তার সঙ্গে বৃষ্টিতে ভিজে শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এটিই তাদের ঈদ উপহার।
প্রাচীন শহর কুমারখালী উপজেলাকে ভাগ করে রেখেছিল গড়াই নদী। যদুবয়রাসহ পাঁচটি ইউনিয়নের মানুষ খেয়া পার হয়ে চরম দুর্ভোগ নিয়ে কুমারখালী শহরে আসতো। স্বাধীনতার পর থেকেই এ নদীর ওপর একটি সেতুর দাবি করছিলেন এলাকাবাসী।
প্রায় ৯০ কোটি টাকায় সাড়ে ছয় শ’ মিটারের এই সেতু হওয়ার ফলে তাদের যোগাযোগ সহজ হলো।
সেতু উন্মুক্ত করার পর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ জানান, এটি তার নির্বাচনী ওয়াদা ছিল। সেটা পূরণ করতে পেরে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, এই সেতু একদিকে দুর্ভোগ কমাবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা