দিনের প্রথম ম্যাচে লেবাননের কাছে মালদ্বীপের হারেই বাংলাদেশের কাজটা একেবারে সহজ হয়ে গেল। সমীকরণ তখন এই - ভুটানের বিপক্ষে ড্র করলেও সেমিফাইনালে বাংলাদেশ।
সে পথে প্রথমেই ধাক্কা খেল বাংলাদেশ! ১২ মিনিটে ভুটানের গোল! কিন্তু আগের ম্যাচে মালদ্বীপকে দেখে বোধহয় কিছু শেখেনি ভুটান! সেদিন মালদ্বীপ আগে গোল করে এরপর খেয়েছে তিন গোল, আজ ভুটানেরও একই পরিণতি! ৩-১ গোলে জিতে সাফের সেমিফাইনালে উঠে গেছে জামাল ভুঁইয়া, মোরসালিন, রাকিবদের বাংলাদেশ।
সাফের সেমিফাইনাল - বাংলাদেশের স্বপ্নের গণ্ডিটা ছোট হতে হতে এতটুকুতেই এসে থেমেছিল। ২০০৯ সাফের পর টানা পাঁচ সাফে যে গ্রুপ পর্বই পেরোতে পারেনি! ১৪ বছর আর ৫ সাফ পর সে স্বপ্নের দেখা পেয়েছে বাংলাদেশ।
সেমিফাইনাল আগামী শনিবার, বাংলাদেশের প্রতিপক্ষ সেখানে শক্তিশালী কুয়েত। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ লেবানন।
একাদশে দুই বদল নিয়ে নামে বাংলাদেশ। চোটে পড়া ডিফেন্ডার তারিক কাজীর বদলে রহমত মিয়া, আর আগের দুই ম্যাচে গোলের কিছু সুযোগ হারানো প্রতিভাবান ফরোয়ার্ড ফাহিমের জায়গায় তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন - প্রথমবারের মতো বাংলাদেশের শুরুর একাদশে তিনি।
সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগিয়েছেন মোরসালিন! ১২ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে টিসেন্দা দর্জির গোলে এগিয়ে যায় ভুটান, কিছুক্ষণ পর আবার ভুটানের শট ফেরে পোস্টে লেগে। প্রমাদ গুনছিল বাংলাদেশ, এই দলটার বারে বারে শেষে গিয়ে পথ হারানোর উদাহরণ তো কম নেই!
এন্টার মোরসালিন!
২১ মিনিটে দারুণ গোলে বাংলাদেশকে সমতায় ফেরালেন তরুণ মিডফিল্ডার। আগের ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল পাওয়া মোরসালিনের পায়ে গোলের দেখা মিলল টানা দুই ম্যাচে। ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলের উৎসেও মোরসালিন।
গোলটা ভুটানের ডিফেন্ডার জিগমের আত্মঘাতী। তবে মোরসালিনের দারুণ ক্রস বক্সে রাকিবের পায়ে আসে। রাকিবের রিসিভ করা বলই জগমের গায়ে লেগে ঢোকে জালে।
রাকিবের গোলের অপেক্ষাও অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। ৬ মিনিট পর তার অপেক্ষার শেষ টেনে দেয়া গোলটাও হলো দুর্দান্ত! প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে বল জালে জড়ালেন রাকিব - তারও টানা দুই ম্যাচে গোল হলো!
দ্বিতীয়ার্ধে ফুটবলটা ম্যাড়মেড়েই হয়েছে। তবে বাংলাদেশের তা নিয়ে ভাবার সুযোগ কই! ঈদ-উল-আযহা আগামীকাল, তবে বেঙ্গালুরুতে বাংলাদেশের ড্রেসিংরুমে ঈদের আনন্দ আজই শুরু হয়ে গেছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা