আপডেট : ২৯ জুন, ২০২৩ ২১:০৫
বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই কিশোরের
প্রতিনিধি, মেহেরপুর

বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই কিশোরের

ফাইল ছবি

মেহেরপুরে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৩) ও বিজয় (১৩) নামে দুই কিশোর প্রাণ হারিয়েছে। আহত হয়েছে তাদের সঙ্গে থাকা সাদাত (১৩) ও সিয়াম (১৩) নামে আরও দুই কিশোর।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার মৃত আশরাফুলের ছেলে এবং বিজয় একই এলাকার পন্ডের ঘাট পাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। আর আহত সাদাত শহরের বোসপাড়ার ও সিয়াম কাসারিপাড়ার বাসিন্দা।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, জিসান ও তার কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঘুরে মেহেরপুর শহরে ফিরছিল। নতুন দরবেশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জিসানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বন্ধুদের দুটি মোটরসাইকেল জিসানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে রাস্তার সঙ্গে থাকা কালভার্টের ধাক্কা খেয়ে রক্তাক্ত হয় জিসান-বিজয়সহ ওই চার কিশোর।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রথমে জিসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সোয়া ৪টার দিকে সামিউলেরও মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান এসআই হাফিজুর।