আপডেট : ২ জুলাই, ২০২৩ ১৬:২৩
ফেনীর বন্ধুর বাড়িতে চাঁদপুরের টিকটকারের মৃত্যু
প্রতিনিধি, ফেনী

ফেনীর বন্ধুর বাড়িতে চাঁদপুরের টিকটকারের মৃত্যু

শাহাদাত হোসেন রাজ

ফেনীতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে শাহাদাত হোসেন রাজ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ মাহমুদ নামে একটি টিকটিক আইডিতে কনটেন্ট প্রচারের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি।

শনিবার রাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার বন্ধুর বাড়িতে তিনি অসুস্থ হয়ে মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শাহাদাত হোসেন রাজ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মধ্যম চর নীল কমল গ্রামের প্রধান বাড়ির মহিউদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব ছনুয়া গ্রামের নতুন বাজার এলাকার একটি বাড়িতে ফেসবুক বন্ধুর আমন্ত্রণে শুক্রবার বেড়াতে আসেন রাজ। শনিবার ওই এলাকায় রেল রাস্তার পাশে একটি ভিডিও করে ফেসবুক বন্ধুদের কাছে নিজের অবস্থান জানান। রাতে খাবার শেষে ঘুমাতে গেলে হঠাৎ শরীর ঘামিয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

রাজের বাবা মাইনুদ্দিন প্রধান জানান, তার ছেলে শাহাদাত হোসেন দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগে ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি গত সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়া পান। রাজ দুই সন্তানের জনক ছিলেন।

ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেন খান বলেন, খবর পেয়ে রাজের বাবা মরদেহ নেয়ার জন্য এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের দেয়া হবে।