আপডেট : ১ অক্টোবর, ২০২২ ১০:৪০
জাপোরিঝিয়ায় গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

জাপোরিঝিয়ায় গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িবহর।

রাশিয়া অধিকৃত ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে গতকাল শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। গতকাল সাধারণ মানুষ বহনকারী গাড়িবহরে এ হামলা হয়। এতে আরও ২৮ জন আহত হন।  

বিবিসি জানায়, রাশিয়া অধিকৃত শহরটিতে অবস্থানরত আত্মীয়দের আনতে এবং ত্রাণ সহায়তা দিতে গাড়িবহরের যাত্রীরা সেখানে যাচ্ছিলেন। রুশপন্থি ও ইউক্রেনের কর্মকর্তারা এমন হামলার জন্য পরস্পরকে দোষারোপ করেছে। জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার স্ট্রারুখ জানান, আঞ্চলিক কেন্দ্রের উপকণ্ঠে শত্রুরা রকেট হামলা চালিয়েছে। সাময়িকভাবে দখলকৃত শহরটিতে আত্মীয়দের নিরাপদে আনতে গিয়ে সাধারণ ইউক্রেনীয়রা হামলার শিকার হলো। অন্যদিকে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা ভ্লাদিমির রগোভ এমন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।

আতঙ্কিত স্থানীয়রা

রাশিয়া জাপোরিঝিয়া নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাশিয়া কি স্থানীয়দের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করবে নাকি সেখানে মারাত্মক সমরাস্ত্র মোতায়েন করবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তারা। বিবিসি জানায়, প্রদেশটির রুশ অধিকৃত বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আঞ্চলিক রাজধানী জাপোরিঝিয়া শহরে প্রতিদিনই বহু মানুষ  ভিড় করছেন। উল্লেখ্য, আঞ্চলিক রাজধানী জাপোরিঝিয়ার নামে প্রদেশটি পরিচিত। রাশিয়া জাপোরিঝিয়া প্রদেশটি দখল করে নিলেও আঞ্চলিক রাজধানী শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সে জন্য শহরটিকে তুলনামূলক নিরাপদ মনে করায় বিপদের ঝুঁকি সত্ত্বেও  প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দার সেখানে ভিড় করছেন। 

পশ্চিমাদের দোষারোপ শীর্ষ রুশ গোয়েন্দার

রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নর্ডস্ট্রিম গ্যাস লাইনপাইপে ফুটোকে  পশ্চিমা দেশগুলোর নাশকতামূলক কাজ বলে অভিযোগ করেছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন দাবি করেছেন, তাদের কাছে এমন কিছু উপকরণ রয়েছে যাতে বোঝা যায়, এটি পশ্চিমাদের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। অবশ্য নারিশকিনের কাছে কী ধরনের প্রমাণাদি আছে তা তিনি স্পষ্ট করেননি। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া নর্ডস্ট্রিম-১ এবং নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে কয়েকটি ফুটো ধরা পড়েছে। রহস্যময় ফুটো সৃষ্টিকে কেন্দ্র করে জ্বালানি খাতে রাশিয়া-ইউরোপে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ফুটোর জন্য কোনো রাষ্ট্রের ইচ্ছাকৃত হামলা বলে পরোক্ষভাবে রাশিয়াকে দোষারোপ করছে।

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানি  নিয়ে এমনিতেই প্রচণ্ড চাপের মুখে রয়েছে ইউরোপ। এমন অবস্থায় পাইপ ফুটো হয়ে গ্যাস সরবরাহে বিঘ্ন হলে আসছে শীতে তাদের বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে।