আপডেট : ৭ জুলাই, ২০২৩ ০১:৪১
তামিমের ফেরার অপেক্ষায় বিসিবি, দল চালাবে ভাইস ক্যাপ্টেন
ক্রীড়া প্রতিবেদক

তামিমের ফেরার অপেক্ষায় বিসিবি, দল চালাবে ভাইস ক্যাপ্টেন

তামিম ইকবাল ও লিটন দাস

দুপুরে আচমকা সব ধরনের ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। রাতেই ক্রিকেট বোর্ড বিসিবিকে রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হোসেন পাপন বললেন, অবসরের বিষয়ে বোর্ডকে কিছুই না বলায় তামিমই এখনো ওয়ানডে দলের অধিনায়ক। তবে চলমান সিরিজের বাকি দুই ম্যাচ তিনি না খেললে ‘স্বাভাবিক নিয়মে’ ভাইস ক্যাপ্টেন থাকবেন দলের দায়িত্বে। এ ক্ষেত্রে দায়িত্বটি গিয়ে পড়ছে লিটন দাসের ওপর।

চট্টগ্রামে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরদিন বৃহস্পতিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন থেকে আচমকা অবসরের ঘোষণার কথা বলেন তামিম। জানান, বুধবারের প্রথম ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

তামিমের অবসরের কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে অন্যতম ছিল ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্বের প্রসঙ্গটিও। এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য অন্য কাউকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে কি না, সে প্রশ্নও ডালপালা মেলেছে। বিসিবির রুদ্ধদ্বার বৈঠকে তাই ওয়ানডে দলের জন্য নতুন কোনো অধিনায়ক বাছাই করা হয়েছে কি না, সে প্রশ্ন একাধিকবারই রেখেছেন সাংবাদিকরা।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, তামিম সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দিলেও বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। ফলে বোর্ডের কাছে এখনো তামিমই ক্যাপ্টেন।

নাজমুল হোসেন পাপন বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ক্যাপ্টেন তামিম ইকবাল। কারণ ও আমাদের কাছে রিজাইন করেনি। তাই তামিমই ক্যাপ্টেন। এখনো সেটাই আছে।’

তামিম পরের দুই ম্যাচ না খেললে অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন, এ প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘কোনো কারণে ক্যাপ্টেন খেলতে না পারলে ভাইস ক্যাপ্টেন চল চালিয়ে নিয়ে যায়। সেভাবেই চলবে। ওয়ানডেতে ক্যাপ্টেন হিসেবে এখনই পারমানেন্টলি কাউকে দায়িত্ব দেয়া হচ্ছে না।’

এর আগে সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়ক হলেও সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। ওই সময় ‘ভাইস ক্যাপ্টেন’ তথা সহঅধিনায়ক হিসেবে লিটন দাস ম্যাচটিতে অধিনায়কত্ব করেন। বিসিবি সভাপতি যা বললেন তাতে ওয়ানডে দলেও লিটন দাসই সহঅধিনায়ক।

সাংবাদিকরা অবশ্য বলার চেষ্টা করলেন, উভয় ক্ষেত্রেই দল ঘোষণার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কাউকে সহঅধিনায়কের দায়িত্ব দেয়া হয়নি। তবে বিসিবি সভাপতি নিজের বক্তব্যে ছিলেন অনড়। বললেন, লিটন দাস যে সহঅধিনায়ক, এটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

তামিম যদি শেষ পর্যন্ত অবসর ভেঙে না ফেরেন, সেক্ষেত্রে দলের অধিনায়ক কে হবেন, সেটিও প্রশ্ন ছিল সংবাদ কর্মীদের। এ বিষয়ে বোর্ড কিছু ভাবছে না বলেই জানালেন পাপন। বললেন, তামিমের ফেরার অপেক্ষাতে আছে বিসিবি।

বোর্ড সভাপতি বলেন, সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তামিমকে অত্যন্ত দরকার। আমরা ওর কাছে নাফিস ইকবালের (তামিমের বড় ভাই, সাবেক ক্রিকেটার) মাধ্যমে মেসেজ দিয়েছি। এই কথায় যদি ও সিদ্ধান্ত পরিবর্তন করে, আমি খুশি হব। আমরা সে জন্য (অবসর ভেঙে ফিরে আসার ঘোষণা) অপেক্ষা করছি।

পাপন বলেন, আমাদের পরিকল্পনায় আছে, ও (তামিম) সিদ্ধান্ত পরিবর্তন করে ফেরত আসুক। না করলে (ফেরত না এলে) তখন সিদ্ধান্ত নেব কী করব। আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিলে লাভটা কী! এখন ভাইস ক্যাপ্টেন দল চালাবে। এর বাইরে সিদ্ধান্ত নেয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আবেগঘন এক সংবাদ সম্মেলনে তামিম অবসরের ঘোষণা দেন। বলেন, বুধবার আফগানিস্তানের সঙ্গে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। কোনো ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই তাকে আর দেখা যাবে না।

১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানা সহজ ছিল না জানিয়ে তামিম বলেন, গত কিছুদিন ধরে চিন্তাভাবনা করে, পরিবারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে আলোচনার ইতিও এখানেই দেখতে চেয়েছেন তিনি।