আপডেট : ৭ জুলাই, ২০২৩ ১৮:৩০
প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম
ক্রীড়া ডেস্ক

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম

শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মান-অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচে আর তাকে পাওয়া যাবে না। দেড় মাস পর জাতীয় দলে ফিরবেন তিনি।

তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে পাওয়া যাবে না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে ফিরবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে ও টেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাকে ফেরার আহ্বান করেছেন। তার আহ্বান আমি ফেরাতে পারিনি। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন। যাতে সব (ইনজুরি) ঠিক করে ফিরতে পারি। এরপর আমি দেশের সব ধরনের (ওয়ানডে, টেস্ট) ক্রিকেট খেলবো।’

এরআগের গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই এক জরুরি সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নাই। আমি অনেক কিছু বলতে চাই আসলে। পরিস্থিতিকে রেসপেক্ট করি। এত বছর খেলেছি।’

এই ঘোষণার পর দিন শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তামিম। তাকে দেখা করতে ডাকেন প্রধানমন্ত্রী। এর পর বিকেলে গণভবনে যান তামিম। তামিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ভাপতি নাজমুল হাসান ও দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।