ভারতের উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কবলে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে আরও কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। কয়েকটি এলাকায় ‘রেড এলার্ট’ এবং ‘ইয়েলো এলার্ট’ও জারি করা হয়েছে। খবর এনডিটিভির।
রোববার ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দিল্লিতে একটি ফ্ল্যাটের ছাদ ভেঙে পড়ে ৫৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে রাজস্থানে ২৪ ঘণ্টার ব্যবধানে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আইএমডি বলেছে, দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকা গতকাল মৌসুমের সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে।
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দিল্লির বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। নগরী ও এর আশপাশের এলাকায় আজও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।
আবহাওয়া দপ্তর রাজস্থানের ৯টিরও বেশি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে— রাজসামন্দ, জালোর, পালি, আজমির, আলওয়ার, বাঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দৌসা, ধৌলপুর, জয়পুর এবং কোটা।
এদিকে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে বার্ষিক অমরনাথ যাত্রা আজ টানা তৃতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে, হাজার হাজার তীর্থযাত্রী জম্মুতে এবং গুহা মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
টানা বর্ষণের কবলে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাও। আইএমডি কেরালার চারটি জেলায় একটি ‘ইয়েলো এলার্ট’ জারি করেছে। সেগুলো হলো, কোঝিকোড়, ওয়েনাদ, কান্নুর এবং কাসারাগোড।
সিমলা, সিরমাউর, লাহৌল এবং স্পিতি, চাম্বা এবং সোলানে ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হওয়ায় আবহাওয়া অফিস হিমাচল প্রদেশের সাতটি জেলার জন্য ‘রেড এলার্ট’ জারি করেছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা